মোঃ মিজানুর রহমান পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ- পঞ্চগড়ে গত কয়েক দিন আগে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহাজালাল গণ যোগাযোগে মাধ্যমে ফেসবুকে লাইভ প্রচার করে পঞ্চগড় ৩নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোলানী পাড়া গ্রামের বুলবুলি একসময় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পবিত্র আল কোরআন শিক্ষা দিতো কিন্ত বুলবুলি করুন আব¯’া গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরপাক খা”িছল বিষয়টি দেখে পাশে দাঁড়ালেন মানবিক গুণের অধিকারী পঞ্চগড় সদর উপজেলা র্নিবাহী অফিসার মোঃ আরিফ হোসেন এবং কথা দিলেন পাশে থাকার। ইউএনও আসবে শুনে প্রতিবেশি সুমিলা ঘড় পরিষ্কারন করেছে। সে সময় উপ¯ি’ত হন উপজেলা র্নিবাহী অফিসার মোঃ আরিফ হোসেন কম্বল তুলে দেন বুলবুলি কে। তার পর তিনি সুমিলাকে বলেন নিয়মিত পরিষ্কার পরি”ছন্ন করার সহ দেখভাল করলে সমিলাকে সম্মানিত করবেন বলে জানান পঞ্চগড় সদর উপজেলা র্নিবাহী অফিসার মোঃ আরিফ হোসেন।