মোঃ মিজানুর রহমান পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ-
পঞ্চগড় বোদা উপজেলার ময়দান দিঘী ইউনিয়নে
ইউনিয়ন ভূমি অফিসের অবস্থা নাজেহাল। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদআলীর সাথে কথা বললে তিনি জানান আমাদের অফিসে চার জন কর্মচারীর দরকার কিন্তু সরকারী নিয়োগ না হওয়ার কারনে ২ জন কাজ করি এবং অফিসের ভিতরে বসার জায়গা খুব কম যখন লোক সংখ্যা বেশি তখন অফিসে কাজ করতে খুব কষ্ট হয়। অপর আরেকজন অফিস সহায়ক মোঃ দুলাল হাসান। বোদা উপজেলা ভূিম সহকারী কমিশনার মোঃ শাহরিয়ার রহমান একি্রাকিউটিপ মেজিস্টেটের কার্যা লয়ে গিয়ে দেখা করলে তিনি যানান সরকালী নিয়োগ না থাকার কারনে ২ জন দিয়ে অফিস চালানো হচ্ছে এবং ময়দান দিঘী ইউনিয়ন ভূমি অফিস বিল্ডিংয়ে নাজেহাল অবস্থা কথা বললে তিনি জানান গত অর্থ বছরে বিল্ডিং প্রস্থবিত্ত
আছে সরকারের বাজেট আসলেই বিল্ডিংটির কাজ করানো হবে ও বোদা উপজেলায় ২টি বিল্ডিং স্থাপন
করা হয়েছেু গত বাজেটে তাছারা কিছু বিল্ডং প্রস্থবিত্ত আছে । একটি হলো ঝলই সালশিরী অপরটি বোদা
সদরে অবস্থিত।