ডেক্স রিপোর্ট
বরিশাল জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বাকেরগঞ্জ উপজেলাসহ বরিশাল জেলার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা হয়। আজ শুক্রবার সকালে পাদ্রীশিবপুর ক্যাথলিক চার্জে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শাহজাহান হোসেন ও চিফ কার্ডিন্যাল বাংলাদেশ প্যাট্রিক ডি রোজারিও পরস্পরের মধ্যে এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চিফ কার্ডিন্যাল বড়দিন উপলক্ষে পুলিশের গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং জনগণের প্রতি এ সেবা অব্যাহত রাখার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল সুদীপ্ত সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান রুবেল, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে বড়দিন উপলক্ষে তৈরি বিশেষ কেক কেটে উপস্থিত সকলের মাঝে পরিবেশন করা হয়।