মোঃ শাহীন মিয়া।।
বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে পরিচিত মুখ সহযোদ্ধা-সহকর্মী-কলমসঙ্গী সাংবাদিক রিয়াজ শরীফের শুভ জন্মদিন আজ। পারিবারিক ঐতিহ্য, বিনয় ও একই সাথে অপরাধের বিরুদ্ধে তাঁর অনুসন্ধানী চোখ বাকেরগঞ্জবাসীর নজর কেড়েছে। দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে সংশ্লিষ্ট মহলের রক্তচক্ষু উপেক্ষা করে কলম ধরে ‘সাহসী সাংবাদিক’ হিসেবে তকমা পেয়েছেন এই কলম সৈনিক।
দীর্ঘদিন যাবৎ দৈনিক দখিনের খবর পত্রিকায় শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। এছাড়াও জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ঘটনার খবর পাওয়া মাত্র সংবাদের পেছনে ছুটে তা মানুষের কাছে পৌঁছে দেয়া না পর্যন্ত যেন তার স্বস্তি নেই। কোন খবর ঘটনাস্থলে বসেই নিউজ লিখে তা সাথে সাথে পোর্টালে এবং পত্রিকায় প্রকাশের দারুণ নেশা তাকে একধাপ এগিয়ে রাখে অন্যদের চেয়ে। বাকেরগঞ্জ প্রেসক্লাব ও ক্রাইম রিপোর্টার্স সোসাইটি পরিবারের পক্ষ থেকে আমাদের সহযোদ্ধা-সহকর্মী-কলমসঙ্গী পরিশ্রমী সাংবাদিক রিয়াজ শরীফের জন্মদিনে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।