মুহা. সফিক খান।।
বাকেরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়, উঠান বৈঠক, প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র পদপ্রার্থী ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মো. লোকমান হোসেন ডাকুয়া।
১৫ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকনের পরিচালনায় ও পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামী সভাপতি ছবেদ আলী সরদারের সভাপতিত্বে বিকেল ৩ টায় ৬নং ওয়ার্ডের পদ্মার পার বটতলা এলাকার বজলুর রহমানের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া বলেন, আমি বাকেরগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে চাই এবং পৌরসভায় নতুন কিছু দেখাতে চাই । এসময় পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের লোকজনদের সার্বিক খোঁজ খবর নিয়ে সকলের দোয়াও কামনা করেন তিনি । শুধু এলাকার রাস্তা-ঘাট করলেই হবে না, তাদেরকে শতভাগ নাগরিক সুবিধা দিতে হবে। আমি আপনাদের ভোটে নির্বাচিত মেয়র, তাই দলমত নির্বিশেষে সকলের সেবায় আমি নিয়োজিত। কারণ পৌরবাসী ভ্যাট ট্যাক্স দিয়ে থাকেন সেজন্য সবার অধিকারো সমান। আপনাদের দোয়া, ভালোবাসা ও ভোটে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হলে জেলে পারা দিঘির ঘাটলা নির্মাণ, সংযোগ সড়ক নির্মাণ, একটি শশান ও গোরস্থানের টেন্ডার হয়ে গেছে সেগুলো নির্মাণসহ পৌরবাসীর সকল প্রকার নাগরিক সুবিধা দিবো ইনশাআল্লাহ।
এ ছাড়াও বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের কথা তুলে ধরে করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে পরামর্শ দেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাসহ স্থানীয় আরো নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।